Ad Code

Responsive Advertisement

জীবন নিয়ে কিছু মূল্যবান উক্তি | Unique Quotes About Life


 জীবন নিয়ে কিছু মূল্যবান উক্তি | Unique Quotes About Life



 

১)

"যারা শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা বলে 

নিজেকে অতিরিক্ত ভালো দেখানোর চেষ্টা করে 

তোমার চিন্তা তোমার চেয়ে বেশি করে 

এমনটাই ভান করে 

 তারা কখনো ভালো মানুষ হতেই পারে না

কারণ মার চেয়ে মাসির দরদ বেশি 

কখনোই হতে পারে না

আর আজকের দুনিয়ায় 

স্বার্থ ছাড়া কেউ কারো জন্য কিছুই করে না"

২)

"কাকা বলো বা জ্যাঠা বলো 

মামা বলো  আর  মাসি বলো 

মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেলে

সব সম্পর্কই হারালো"

৩)

"মা বাবা থাকলে সবাই আদর করবে 

 আর বাবা মা চোখ বুঝলে সবাই দূর ছাই করবে 

তাই প্রাণভরে মা বাবার সেবা করো

তাদের হৃদয় দিয়ে ভালোবাসো

 জীবনে সব আনন্দই পাবে জীবন স্বার্থক হবে"

 ৪)

"গোলাপেও কাঁটা থাকে আর চাঁদেও দাগ থাকে

 তেমনি মানুষের মধ্যে ভালো খারাপ দুই থাকে

 হাজার কাঁটা থাকলেও 

গোলাপকে আমরা বুকে জড়িয়ে রাখি

আর হাজার দাগ থাকলেও 

চাঁদকে আমরা প্রেমের প্রতীক মনে করি

কিন্তু হাজার ভালো করলেও 

হাজার সেবা করলেও কোনো গুণগান নাই

একটু দোষ দেখলেই আমরা 

মানুষের ভালো দিকটা একেবারেই ভুলে যাই

এ আমাদের কেমন বিচার ভাই"

 

৫)

"শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললেই হয় না

যেমন দুধ ছাড়া মাখন কখনো হয় না 

তেমনি হৃদয় ছাড়া প্রেম কখনো হয় না

সে আমায় ভালোবাসে না

এই অভিযোগ করা ছেড়ে দাও

আগে নিজে অন্তর দিয়ে ভালোবেসে দেখাও 

নিজেকে তার যোগ্য করে দেখাও

তখন দেখি কিভাবে তার ভালোবাসা না পাও"


ধন্যবাদ 🙏


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement