জীবনে সঠিক পথ খুঁজে পাওয়ার সহজ উপায় | How do you find the right path in life?
আমাদের অনেকের জীবনেই মাঝে মাঝে এমন সময় আসে যখন আমরা কিছুই বুঝে উঠতে পারি না, কোন পথে যাবো, এই পথ যাবো নাকি ওই পথে যাবো, নাকি সেই পথে যাবো, কিছুই ঠিক করতে পারি না।
তখন বুঝে নিতে হবে আমরা দিশেহারা হয়ে গেছি,মনে চাঞ্চল্য চলে এসেছে, জীবনের লক্ষ্য এখনো স্থির হয়নি,কারণ যাদের জীবনের লক্ষ্য স্থির তাদের জীবনে পথ একটাই আর তারা সেই পথ ধরেই এগিয়ে চলেছে।
" জীবনে অনেক বিকল্পই রয়েছে
হয় এটা না হয় সেটা
জীবনে করে নেবো কিছু একটা
এটা আমাদের মনের ভ্রান্তি ছাড়া আর কিছুই
না "
যে ডাক্তার হবে তার জন্য শুধু ডাক্তার হওয়ার পথই খোলা রয়েছে আর অন্য কোনো পথ নাই।
আর যে ইঞ্জিনিয়ার হবে তার জন্য একমাত্র ইঞ্জিনিয়ার হওয়ার পথই খোলা রয়েছে,তার জন্য আর অন্য কোনো পথ তৈরী হয় নাই।
" যতই চেষ্টা করো না কেন
যে যেটা হওয়ার জন্য জন্মেছে
সে সেটাই হবে
আর বেশি জোর জবরদস্তি করতে গেলে
ভেঙে যাবে "
" জীবনে দশটা চলার পথ থাকতে পারে না
জীবনে চলার পথ একটাই
আর আমাদের সেই পথেই যেতে হবে
অন্য কোনো বিকল্প নাই
দশটির মধ্যে নয়টি পথই বন্ধ
চোখ থাকা সত্ত্বেও মানুষ আজ অন্ধ "
" যাদের পথ বলে মনে হচ্ছে
সেগুলো আসলো কোনো পথ নয়
সেগুলো অনেকটা মরীচিকার মতই
দূর থেকে পথ বলে মনে হলেও
সামনে গেলে কিছুই নাই
পুরোটাই অন্ধকার
আর মরীচিকার পেছনে ছুটলে
জীবন হবে ছারকার "
" মন যখন বিভ্রান্ত
পারছো না নিতে কোনো সিদ্ধান্ত
তখন চিন্তা করা করো বন্ধ
জীবনকে একটু হলেও সময় দাও
হবে না আর বিভ্রান্ত
থাকুক না যতই মিথ্যে বিকল্প
শুধু নিজের উপর
বিশ্বাস ও ধৈর্য্য রাখো অল্প "
"সময় আসলে জীবনের লক্ষ্য ঠিকই খুঁজে পাবে
সঠিক সময়ে সঠিক পথ সেটাও পেয়ে যাবে
আর তোমার জন্য সেটাই ভালো হবে"
ধ্যনবাদ🙏
0 মন্তব্যসমূহ