স্বামী স্ত্রী একসাথে বসবাস বা আলাদা হওয়া কোনটাই হচ্ছে না, তখন কি করা উচিত?
Is Parallel Marriage Good or Bad?
“বেশি দিন আগের কথা নয়
আমাদের বাবা মা তাদের সময়কার কথা
সেই সময় মানুষেরা প্রেম ভালোবাসা দিয়ে সংসার বেঁধে রাখতো
দাম্পত্য জীবন মধুর করার জন্য কতই না সেক্রিফাইস করতো
আর আজকের ছেলে মেয়েদের রাগ অভিমান নাকের ডগায়
তাই নিজেও ভোগে আর দশ জনকে ভোগায়
ফলে দুদিনেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ”
কিছু মানুষ আছে যারা অনেক চেষ্টাই করছে
কিন্তু বিয়ে আর টিকিয়ে রাখতে পারছে না
একে অপরকে সহ্যই করতে পারছে না
আর এভাবে কখনো ভালো থাকা যায় না
ফলে তাদের জীবনে একসাথে থাকা আর হয় না
তেমন পরিস্থিতিতে দুজনে আলাদা পথ বেছে নিতেই পারে
জীবন নতুন করে শুরু করার কথা তারা ভাবতেই পারে
আর এই সিদ্ধান্তে যদি দুজনেরই ভালো হয়
তবে সেটা খারাপ কিছুই নয়
আবার কিছু দম্পত্তি রয়েছে
যারা অনেকটা সময় একসাথে সংসার করেছে
এবং
তাদের সন্তান সন্ততিও রয়েছে
কিন্তু হটাৎ তাদের মাথায় ভীমরতি ধরেছে
তাদের মনে একে অপরের প্রতি প্রেম হারিয়েছে
মনে ঘৃণা জন্মেছে
তাই তারা এখন আলাদা হতে চাইছে
আর তারা এতটাই স্বার্থপর হয়ে উঠেছে যে
তারা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়েও আর ভাবতে চাইছে না
জিনিস পত্রের মতো সন্তানদেরকেও ভাগাভাগি করে নিচ্ছে
এক সন্তানকে মা নিয়ে নিচ্ছে
তো আরেক সন্তানকে বাবা নিয়ে নিচ্ছে
কেউ মাকে হারাচ্ছে তো কেউ বাবাকে হারাচ্ছে
কেউ আবার মা-বাবা দুজনকেই হারাচ্ছে
মা বাবা নতুন করে জীবন শুরু করছে
তাই ছেলে মেয়েদের কথা আর কে মনে রাখতে চাইছে
মা বাবার ভালোবাসা যেটুকু কপালে জুটছিল
ছেলে মেয়েরা সেটাও হারাতে বসেছে
আবার কিছু দম্পত্তি রয়েছে
তারাও অনেকটা সময় একসাথে সংসার করেছে
এবং তাদেরও সন্তান সন্ততি রয়েছে
কিন্তু ইদানিং তাদের মধ্যে গোলযোগ বেঁধেছে
দাম্পত্য জীবনে হাহাকার লেগেছে
সমস্যা এতটাই জটিল যে তার আর সমাধান হচ্ছে না
ফলে তারা একসাথে থাকতেও পারছে না
কিন্তু সন্তানের প্রতি প্রেম ভালোবাসা রয়েছে বলে
আলাদাও হতে পারছে না
তেমন পরিস্থিতিতে আপাতত প্যারালাল লাইভস
অর্থাৎ সমান্তরাল জীবন বসবাস মন্দের ভালো
রেলের দুটি লাইন যেমন পাশাপাশি চলে
কিন্তু কখনো তারা একসাথে মিলে যায় না
কারণ
একসাথে হলেই দুর্ঘটনা
তেমনি স্বামী-স্ত্রী দুজনে একসাথে থাকবে
কিন্তু কেউ কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে না
তবে ছেলে মেয়েদের সেটা বুঝতেও দেবে না
একসাথে থাকতে থাকতে
কুকুর বেড়ালের প্রতিও মায়া জন্মে যায়
আর আমরা তো মানুষ
সময়ের সাথে সাথে সব বদলে যায়
মনের দ্বন্দ্ব সব দূর হয়ে যায়
আবার একে অপরকে ভালো লাগতে শুরু হয়
আবার নতুন করে ঘর বাঁধতে ইচ্ছে হয়
এর চেয়ে ভালো আর কি হয়
তাই জীবনে একটু সময় দিতে হয়
কারণ সময়ের সাথে সাথে সব ঠিক হয়
তাই তো সবায় বলে যে সয় সে রয়
আর যে নাহি সয় তার জীবন কষ্টময় ।
0 মন্তব্যসমূহ