Ad Code

Responsive Advertisement

How to balance work and personal life? কর্ম এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার সহজ উপায় কি?

How to balance work and personal life? কর্ম এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার সহজ উপায় কি?

কর্মজীবন এবং পারিবারিক জীবন এই দুইটির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা খুবই দরকার,অধিকাংশ মানুষ আজ কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে সঠিক সন্তুলন বজায় রাখতে পারছে না, একটা ঠিক করতে গেলে আরেকটা বিগড়ে যাচ্ছে, কর্মজীবন ঠিক রাখতে গেলে পারিবারিক জীবন এলোমেলো হয়ে যাচ্ছে আবার পারিবারিক জীবন ঠিক রাখতে গেলে কর্মজীবন বিগড়ে যাচ্ছে

কর্ম এবং পারিবারিক জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাটা আজকের দিনে একটা বড় সমস্যা। 

আর এই সমস্যার মূল কারণ কারণ কি?

কারণ একটাই, আর সেটা হল আমরা কর্তব্যনিষ্ঠ হতে পারছি না, না কর্মক্ষেত্রে না পরিবারে কোথাও সততা বজায় রাখতে পারছি না

একটা কথা মাথায় রাখতে হবে সংসার চালানোর জন্য আমাদের সকলের অর্থের প্রয়োজন রয়েছে আর অর্থ আসবে কর্ম করলেই। 

আমরা যদি কর্ম না করি তাহলে কেউ কি আমাদের মুখ দেখে টাকা দেবে? কখনোই না

আমাদের সবচেয়ে বড় ভুল কি?

আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা মনোযোগ দিতে পারি না। আমরা যখন অফিসে থাকি তখন আমরা বাড়ির কথা ভাবতে থাকি আর বাড়িতে এসে অফিসের কথা ভাবতে থাকি। 

এতে কি কোন লাভ হয়? 

এতে কোন লাভ হয় না, না অফিসের কাজ ভালোভাবে করতে পারি, না বাড়ির মানুষকে সন্তুষ্ট করতে পারি। যতক্ষণ কর্মস্থলে থাকবে ততক্ষণ আর অন্য কোন চিন্তা ভাবনা নয়, কেবল মন দিয়ে অফিসের কাজ করা, এতে কর্মে ভালো পরিণামও আসবে এবং সময়মতো কাজও সুসম্পন্ন করতে পারবে

আর মন দিয়ে কাজকর্ম করলে কাজে অভিজ্ঞতাও বাড়বে, মানুষ তোমার কাজের প্রশংসাও করবে এবং কর্মক্ষেত্রে সম্মানও বাড়বে আর তখন কর্মক্ষেত্রে যতক্ষণ থাকবে আনন্দ করে থাকতে পারবে এবং সহকর্মীদের সাথে বন্ধুত্বের সম্পর্কও গড়ে উঠবে, আর যখন বাড়ি ফিরবে তখন হাসিমুখে বাড়ি ফিরতে পারবে

বাড়িতে তখন আর অফিসের চিন্তা মাথায় আসবে না, বাসায় সবার সাথে আনন্দে সময় কাটাতে পারবে। আর এইভাবে কর্মক্ষেত্রেও উন্নতি করতে পারবে এবং পরিবারের সবাইকে আনন্দেও রাখতে পারবে

এর চেয়ে বেশি জীবনে আর কি চাই?

ধন্যবাদ।🙏 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement