বিয়ে না করে একসাথে বসবাস ভালো নাকি খারাপ? Living together before marriage is good or bad?
"বিয়ে না করে একসাথে বসবাস
বর্তমান সময়ে ছেলে মেয়েদের এটাই অভ্যাস
আর এটাকে আধুনিকতার নাম দিয়েছে
এটা কোনো আধুনিকতাই নয় এটা হলো চরম উশৃঙ্খলতা
এর ফলে সমাজে ছড়িয়ে পড়েছে বিশৃঙ্খলতা"
"বিয়ে না করে একসাথে বসবাস এটা নাকি আজকের
মডার্ন ফ্যাশন
এতে ভালো কিছুই হচ্ছে না বাড়ছে শুধুই টেনশন"
"আজকে এক জনের সাথে বসবাস করছে
কালকে মন ভরে গেলে
অন্য আরেক জনের সাথে গিয়ে বসবাস করছে
এ কেমন সভ্যতা
এ নয় কোনো আধুনিকতা, নয় কোনো সভ্যতা
এ হলো চরম বর্বরতা"
"আজকের অশৃঙ্খল ছেলে মেয়েরা বিয়েতে
বিশ্বাস করে না
বিয়ের বন্ধন তারা মানতে চায় না
কারণ এক জনের সাথে তাদের মন ভরে না
আর যৌন পিপাসা এক জনকে দিয়ে মেটে না"
"তেমন অশৃঙ্খল ছেলে মেয়েরা বিয়ে করলেও
বেশি দিন বিয়ে টিকিয়ে রাখতে পারে না
আজকে একজনকে বিয়ে করছে
দুদিন পরে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করছে
ফলে কে যে কার স্বামী আর কে যে কার স্ত্রী কিছুই বোঝা যায় না
বন্য জন্তুরাও এমনটা করে না
আর এই অরাজগতা বেশি দিন চলতে দেওয়া ঠিক না
কারণ এমনটা চলতে থাকলে
এই দুনিয়া আর বেশি দিন টিকবে না"
"তাই এখনো সময় রয়েছে
সমাজকে এই কলুষতা থেকে
রক্ষা করতে হলে
শক্ত হাতে হাল
ধরতে হবে
ছেলে মেয়েদের কেবল স্কুল কলেজে
পাঠালেই হবে না
ছেলে মেয়েদের নৈতিক চরিত্র যাতে সুন্দর
ভাবে গড়ে উঠে
অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সবাইকেই
সেই দিকে খেয়াল রাখতে হবে"
"তা না হলে ছেলে মেয়েরা
দু-পাতা পড়াশোনা তো শিখে নেবে
কিন্তু সঠিক জ্ঞান আর
অর্জন করতে পারবে না
ফলে ভালো মানুষ হয়ে উঠা
আর হবে না
করতে পারবে না
সমাজকে নষ্টই করবে
নিজও কষ্ট পাবে
আরো দশ জনকে কষ্ট দেবে"
ধন্যবাদ 🙏
0 মন্তব্যসমূহ