Ad Code

Responsive Advertisement

ফর্সা মেয়েরা কেন কালো ছেলেদের বিয়ে করতে চায়? Why do fair girls like dark boys more?

 

ফর্সা মেয়েরা কেন কালো ছেলেদের বিয়ে করতে চায়? Why do fair girls like dark boys more?


অনেক সময় আমরা দেখতে পাই ফর্সা সুন্দরী মেয়ে কিন্তু বিয়ে করেছে কালো কুৎসিত ছেলেকে আর সেটা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই কারণ ছেলে ও মেয়েটির রূপের কোনো দিক দিয়ে কোনো মিলই নাই।


দুজনের রূপের আকাশ পাতাল তফাৎ 

একজন সৌন্দর্যের সমাহার 

আরেকজন কিম্ভুত কিমাকার 

একজন ভোরের আলো আর আরেকজন রাতের অন্ধকার।


তাদের দেখে অনেকে বলে মেয়েটির ভাগ্য মন্দ

মেয়েটি কি আর কোনো ছেলে খুঁজে পেলো না

আবার কেউ বলে ভালোবাসা যে অন্ধ

আর ভালোবাসায় সাদা কালো হয় না 

তাই প্রেম রূপ দেখে হয় না ।


ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা শুনতে ভালোই লাগে

 কিন্তু বাস্তবে এমনটা দেখা যায় না 

আজকের দিনে

 এসব কথার কোনো মানেই হয় না 

কারণ ভালোবাসার কেউই দাম দেয় না

আর মেয়েরা টাকা ছাড়া কিছুই চেনে না

তাই সাদা কালো দেখে অবাক হয়ো না

আজকের দিনে 

গায়ের রং বা ভালো মন দিয়ে কিছুই হয় না

আর টাকা না থাকলে 

মেয়েরা তোমার দিকে ফিড়েও তাকাবে না।


তাই ফর্সা সুন্দরী মেয়ে যদি 

কালো ছেলেকে বিয়ে করে

বেশিরভাগ ক্ষেত্রেই সেটা 

ছেলের মন নয় ছেলের ধন দেখেই 

কারণ যেখান টাকা সেখানে 

সাদা কালোর কে বাছ বিচার করে।


ফর্সা সুন্দরী মেয়ে পেয়ে কালো ছেলে খুবই খুশি

মন হচ্ছে বিশ্ব জয় করে এসেছে

কিন্তু বুঝতেই পারছে না সে আসলে ঠকে গেছে

রূপের জালে ফেসে গেছে।


যে মেয়ে টাকা দেখে বিয়ে করে 

সে উপরে উপরে ভালোবাসা দেখালেও 

ভিতরে ভিতরে কিন্তু স্বামীকে অশ্রদ্ধাই করে

সামনে ভালো দেখালেও  

পিছনে কিন্তু স্বামীকে নিয়ে ঠাট্টা তামাশাই করে

বান্দরের গলায় নাকি মুক্তোর মালা

এসব কথা শুনে বউ খুব খুশি হয়

 কারণ স্বামীকে সবার সামনে ছোট করতে পারলে

 বউয়ের কতই না আনন্দ হয়।


যদি স্বামীর প্রতি সত্যিই প্রেম ভালোবাসা থেকে থাকে তাহলে কোনো স্ত্রীই স্বামীর অপমান সহ্য করতে পারে না,আর সে যেই হোক না কেন,সে কাউকে ছারে না।

স্বামীর অপমান মানে নিজের অপমান আর স্বামীকে ছোট করা মানে  নিজেকে ছোট করা, আর যে স্ত্রী স্বামীর অপমানে মুখ খুলে না সে কখনোই স্বামীকে ভালোবাসে না।


মেয়ে খুবই ফর্সা এবং দেখতেও সুন্দরী 

কিন্তু ছেলে বেশ কালো 

আর দেখতেও নয় ভালো

তাহলে কি করে এ বিয়ে হলো

 নিশ্চই সেখানে কোনো গন্ডগোল ছিল।

বউ যেখানে খুবই সুন্দরী 

কিন্তু স্বামী তেমনটা সুন্দর নয়

সেখানেই বউয়ের 

পরপুরুষের সাথে সম্পর্ক হয়

মানো আর না মানো কথাটা  কিন্তু মিথ্যে নয়।

আর সত্য জানতে পারলে স্বামীর বড়ই কষ্ট হয় 

আর সেই কষ্ট  সহ্য করার নয়

আর তখন কোনো উপায়ই থাকে না 

সংসার ছেড়ে পালাতেই হয়।


তাই বেশি সুন্দরী মেয়ে খুঁজতে যেও না,আর বিয়ে তাকেই করো সুন্দর যার অন্তর, তবেই বিয়ে টিকে থাকবে, চলতে থাকবে নিরন্তর।


ধন্যবাদ 🙏

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement